ঢাকা: দেশের শিক্ষিত অসচ্ছল বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণ প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় চতুর্থ দফায় দেশের ২০টি উপজেলার ৩০ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়ে অস্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বিশ্ব ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান।
সোমবার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় সভাপতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে মন্ত্রিসভায়। এই কর্মসূচি শুরু হয় ২০১০ সালে। বেকার যুব নারী-পুরুষদের দৈনিক ১০০ টাকা করে ভাতা ও তিন মাসের প্রশিক্ষণ দিয়ে অস্থায়ী ভিত্তিতে সরকারি কাজে নিয়োজিত করা হতো। এরপর দৈনিক ২০০ টাকা ভাতা ও দুই মাসের প্রশিক্ষণ দিয়ে সরকারি কাজে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রথমে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলার ১৯টি উপজেলায় এ কর্মসূচি শুরু করা হয়। এ সময় ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব নারী-পুরুষ যাদের এসএসসি পাস পর্যন্ত নেওয়া হয়। পরে এর বয়স বাড়িয়ে পরে ২৪ থেকে ৩৫ বছর করা হয়। আর শিক্ষাগত যোগ্যতা করা হয় এইচএসসি।
দ্বিতীয় পর্যায়ে রংপুর বিভাগের দুই উপজেলাসহ ৮ উপজেলায় এ কর্মসূচি চলে। সেখানে ১৪ হাজার ৪৬৭ জনকে কর্মসূচিতে নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছিল দারিদ্র্য বিবেচনা করে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সেই বিবেচনায় তৃতীয় পর্যায়ে আরও ১৭ জেলার ১৭টি উপজেলা কর্মসূচির আওতায় আনা হয়।
জেলার উপজেলা প্রভার্টি ম্যাপ বিবেচনা করে এ কর্মসূচি নেওয়া হয়। এবার থেকে উপজেলার প্রভার্টি ম্যাপ বিবেচনা করে বিভিন্ন উপজেলা ধরে কর্মসূচি নেওয়া হচ্ছে।
মন্ত্রিসভায় এ কর্মসূচি সম্প্রসারণ (এক্সটেনশন) ও পরিধি (এক্সপানশন) বাড়ানো হয়েছে। এবার ২০টি উপজেলায় কর্মসূচি চলবে। এক্সটেনশন হচ্ছে আরও এক বছর। আর এক্সপানশন ১৭ ছিল, এবার ২০টি উপজেলা এর আওতায় আসবে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএমএ/পিসি/