রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বুলবুল রাজ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বীরহাটাব এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
বুলবুল রাজ একই এলাকার আশরাফ রাজের ছেলে। বুলবুল মানসিক রোগী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল কবির বাংলানিউজকে জানান, দুপুরে বুলবুল রাজকে তার থাকার ঘরের ধরণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৯ অক্টোবর ২৬, ২০১৫
টিআই