মাগুরা: ‘সবার জন্য চক্ষু সেবা’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফের নেতৃত্বে সোমবার সকাল ১১টায় একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সাজর্ন ডা. এফবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মাগুরা সদর হাসপাতালের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, জেলা চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, সমাজ সেবক আব্দুর রউফ মাখন, ডা. সুব্রত কুমার বিশ্বাস, বে সরকারি সংগঠন আদ্ দ্বীনের প্রতিনিধি মো. রিপন ও তরঙ্গ প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল আলীম প্রমুখ ।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
পিসি/