রাজশাহী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর দুই দিনের সরকারি সফরে আগামী বুধবার (২৮ অক্টোবর) বুধবার রাজশাহী আসবেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী আঞ্চলিক তথ্য অধিদপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা নাফেয়ালা ইসলাম মন্ত্রীর এই সফর সূচির তথ্য নিশ্চিত করেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী ভবন চত্বরে নাট্যকলা বিভাগ আয়োজিত ‘ বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-২০১৫’ এর উদ্বোধন করবেন। রাতে তিনি ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে নৈশভোজে অংশ নেবেন। পরদিন বৃহস্পতিবার সকালে মন্ত্রী কুষ্টিয়া জেলার শিলাইদহের উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএস/আরআই