ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ৭ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।



সোমবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ২টায় উপজেলার নয়ানগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা  হলেন, উপজেলার শ্যামপুরের রইচ উদ্দিন মাস্টারের স্ত্রী জরিনা বেগম (৫৫), তার মেয়ে বৃষ্টি (১৩) ও ছেলে অটোরিকশা চালক হাসমত আলী (২৫)।

নিহত অন্যরা হলেন, একই উপজেলার বালুরচর এলাকার সোহেলের স্ত্রী মোর্শেদা (৪৫), ফরিদ উদ্দিনের স্ত্রী হাসনা (৩৫), ফুলবাড়িয়ার শুকুরী (৫৫) ও কাজীরপাড়ার সুনিতের স্ত্রী টুলটুলি (৪৫)।

এদিকে, আহত বালুরচর এলাকার চাঁন মিয়ার ছেলে ফরিদ উদ্দিনকে (৪২) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে মা ও বোনকে নিয়ে জামালপুরে ডাক্তার দেখাতে যান অটোরিকশা চালক হাসমত আলী। দুপুরে মা ও বোনসহ অটোরিকশায় যাত্রী তুলে মেলান্দহ ফিরছিলেন তিনি।

দুপুর সোয়া ২টার দিকে নয়ানগর রেলক্রসিং পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার-২ ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই হাসমত আলী, তার মা ও বোনের মৃত্যু হয়।

স্থানীয়রা অটোরিকশা থেকে অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোর্শেদা ও হাসনার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর শুকুরীর মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থল নিরাপত্তার জন্য ঘিরে রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫/আপডেট: ১৭৪৭ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।