ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বগুড়ায় যুবকের আত্মহত্যা ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ধলমোহনী গ্রামে বন্ধুর ওপর অভিমান করে উজ্জ্বল মিয়া (২০) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। নিহত উজ্জ্বল ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে।


 
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বাংলানি‌উজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
নিহতের স্বজনরা জানান, উজ্জ্বল মিয়া বেশ কিছুদিন আগে তার এক বন্ধুকে ১০ হাজার টাকা ধার দেন। তার এই বন্ধু মহাস্থান এলাকার বাসিন্দা। পরে পাওনা টাকা চাইতে গেলে সেই বন্ধু তাকে বারবার ভয়ভীতি দেখায়। এতে রাগে ক্ষোভে অভিমানী হয়ে পড়েন উজ্জ্বল।
 
পরে অভিমানী উজ্জ্বল রোববার (২৫ অক্টোবর) রাতের কোনো এক সময় গ্যাস ট্যাবলেট খান। এতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এ সময় চিৎকার শুরু করলে বাড়ির লোকজন তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করায়।
 
এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি সোমবার (২৬অক্টোবর) সকালের দিকে মারা যান বলে নিহতের স্বজনরা জানান।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।