ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের এলার্ট জারি করা হয়নি বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের অ্যালার্ট জারি করা হয়নি।
প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্ত করতে এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএমএ/এএসআর