নোয়াখালী: নোয়াখালীর মাইজদী এলাকার বিটিসিএল ভবনের অপটিক্যাল ফাইভার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
তবে ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র থাকায় এবং দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ভবনটি।
কেরিয়ার ও বেতার বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শহিদুর রহমান বাংলানিউজকে জানান, সকালে হঠাৎ করে ভবনের দোতলায় অপটিক্যাল ফাইবার কক্ষে আগুন জ্বলতে দেখেন তারা।
খবর পেয়ে বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল গফুরসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কক্ষটি। তারপরও ওই কক্ষের তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) সম্পূর্ণ ও দু’টি অপটিক্যাল মার্কস্ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
নোয়াখালী টেলিযোগাযোগ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল গফুর বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় অগ্নিনির্বাপক যন্ত্র ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও তিনটি এসি সম্পূর্ণ ও দু’টি অপটিক্যাল মার্কস্ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে টেলিযোগাযোগের সব সেবা স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএ