ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিন্টুর দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিন্টুর দাফন সম্পন্ন মোহাম্মদ সাহাবুদ্দিন মিন্টু

ফরিদপুর: সম্প্রচারে বন্ধ থাকা বেসরকারি টিভি চ্যানেল ইসলামিক টিভি’র চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ সাহাবুদ্দিন মিন্টুর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বাদ জোহর ফরিদপুরের চকবাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে আলীপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।



এর আগে দুপুর ১২টার দিকে ঝিলটুলীর নিজ বাড়ি সরদার ভিলা চত্বরে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ সাহাবুদ্দিনকে গার্ড অব অর্নার দেন। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার খলিলুর রহমানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ রেখে গেছেন।

ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ হিতৈষী স্কুলের পাশে সরদার ভিলা তার পৈত্রিক নিবাস। তার বাবার নাম হাজী সামছুল হক সরদার ও মায়ের নাম আনোয়ারা বেগম। সরদার মোহাম্মদ সাহাবুদ্দিন ৪ ভাই ও ৫ বোনের মধ্যে সবার বড় ছিলেন।

স্থায়ীভাবে ঢাকায় বসবাসকারী সরদার মোহাম্মদ সাহাবুদ্দিন ক্রিসেন্ট ইউনাইটেড ইন্ড্রাস্ট্রি’র এমডি ছিলেন। সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
 
সরদার মোহাম্মদ সাহাবুদ্দিনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ফরিদপুরের জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।