ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বাণিজ্য বাড়বে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বাণিজ্য বাড়বে ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অযৌক্তিক নয়, তবে এতে নমিনেশন (মনোনয়ন) বাণিজ্য বাড়বে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, হতে পারে এটা রাজনৈতিক দলের জন্য ভালো চর্চা।

তবে সেই পরিবেশ এখনও আমাদের দেশে গড়ে ওঠে নাই।
 
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপট নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সাবেক এই নির্বাচন কমিশনার।
 
এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার এত বড় একটি সিদ্ধান্ত নিলো, কোনরকম আলোচনা ছাড়াই। দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে টাকার খেলা বাড়তে পারে। অনেকেই নমিনেশন কেনার জন্য উচ্চহারে টাকা ঢালবে। এটা বন্ধ করাই বড় চ্যালেঞ্জ।
 
তিনি বলেন, নির্বাচন কমিশনের মূল দায়িত্ব একজন ভোটার যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেটা নিশ্চিত করা। এজন্য কাঠামোগত কিছু ফোর্স থাকা দরকার।  
 
বেসরকারি সংস্থা ইলেকশন ওয়াকিং গ্রুপ (ইডব্লিউজি) আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ব্যারিস্টার মঞ্জুর হাসান, দি এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি হাসান এম মজুমদার।
 
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. মো. আব্দুল আলিম।   
 
মূল প্রবন্ধে বলা হয়, নির্বাচন কমিশন এখনও শক্তিশালী কাঠামো হয়ে ওঠেনি। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারলে ইসি শক্তিশালী হয় না। ইসির কোনো সিদ্ধান্ত বাতিল করার আগে তাদের পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়।
 
সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে হলে নির্বাচনকালীন সময়ে কেন্দ্রীয় সরকারকে অকার্যকর করতে হবে। মূল শক্তি নির্বাচন কমিশনের হাতে দিতে হবে। তাহলেই কেবল মাত্র নিরপেক্ষ নির্বাচন সম্ভব। একই সাথে নির্বাচনকালীন সময়ে জেলা প্রশাসকদের (ডিসি) ব্যবহার না করে নির্বাচন কশিনের নিজস্ব শক্তি প্রয়োগ করার সুপারিশ করা হয় মূল প্রবন্ধে।
 
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।