ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে শিশুর প্রতি বৈষম্য ও অটিজম বিষয়ক মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
গোপালগঞ্জে শিশুর প্রতি বৈষম্য ও অটিজম বিষয়ক মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শিশুর প্রতি বৈষম্য ও অটিজম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইনসিডিন বাংলাদেশ ও সেভ দ্যা চিলড্রেন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।



সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
 
সেভ দ্যা চিলড্রেনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার চৌধুরী তায়েব তাজামুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সমাজ সেবা কর্মকর্তা সমীর মল্লিক, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মীর রেজাউল করীম, ইনসিডিন বাংলাদেশের অপারেশন চিফ মুশফিকুর রহমান, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।
 
সভায় বক্তারা, অটিজম শিশুদের সমাজে অধিকার প্রতিষ্ঠার বিষয়ে নানা দিক নিদের্শনা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।