নেত্রকোনা: বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা ওলামা লীগ সূত্রে এ তথ্য জানা যায়।
রোববার দিবাগত রাতে স্থানীয় মোক্তারপাড়ায় দলটির অস্থায়ী কার্যালয়ে জেলা ওলামা লীগের সভাপতি হাফেজ মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি পদে মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে মাওলানা আবু উমর মো. আব্দুল নূর ও মাওলানা মোস্তাক আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা ওলামা লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আহাম্মদ, দফতর সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
টিআই