ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: কোনো না কোনো মহল থেকে দেশে বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার পালপাড়া গ্রামে নিহত পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোল্লার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।



মিজানুর রহমান বলেন, যখন দেশে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের দণ্ড কার্যকর হওয়া প্রায় আসন্ন, এ রকম একটি সময়কে বেছে নেওয়া হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির জন্য।

তিনি বলেন, এ দুটি বিষয়কে ‍বিচ্ছিন্ন হিসেবে দেখলে হবে না। আমার মনে হয় এগুলোর মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। এজন্য সরকারকে আরো বেশি সতর্ক হতে হবে।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে কোনরকম কালক্ষেপণ ও বিলম্বের সুযোগ নেই। এটা শেষ করতে যতো বেশি সময় নেওয়া হবে, শত্রুদের ততো বেশি সময় দেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীর এক সদস্য নিজের প্রাণ দিয়ে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদের সাবধান করে গেছেন।

তিনি আরো বলেন, বিভিন্ন দেশে খুনের ঘটনা ঘটলেও সেখানে বিদেশি নাগরিকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। কিন্তু বিচ্ছিন্ন ঘটনায় বিদেশি নাগরিক হত্যার পর বিভিন্ন রাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে রেড অ্যালার্ট জারি করছে। এর মাধ্যমে তারা সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করছে।

দুর্বৃত্তদের হাতে নিহত এএসআই ইব্রাহিম মোল্লার পরিবারকে যেন ভবিষ্যতে অসচ্ছলতার মধ্যে পড়তে না হয় এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ সময় তার সঙ্গে বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিবর রহমান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।