ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তাবেলা সিজার হত্যা

আটদিনের রিমান্ডে তিনজন, স্বীকারোক্তি দেবেন একজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আটদিনের রিমান্ডে তিনজন, স্বীকারোক্তি দেবেন একজন ছবি : কাসেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের আটদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারকৃত অন্যজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে তার রিমান্ড চায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।



রিমান্ড মঞ্জুর করা তিনজন হলেন- দুই সন্দেহভাজন হত্যাকারী ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল ও চাকতি রাসেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল মালিক শাখাওয়াত হোসেন শরিফ। সন্দেহভাজন অপর হত্যাকারী শ্যুটার রুবেলের রিমান্ড চাওয়া হয়নি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত চারজনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিহাদ হোসেন। তদন্তের স্বার্থে তিনজনের প্রত্যেককে দশদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান তিনি।   

শুনানি শেষে প্রত্যেকের আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত।

রোববার (২৫ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাবেলা হত্যায় ব্যবহৃত সাদা ও সোনালী রঙের এফজেডএস মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

চাকতি রাসেলকে গুলশান, ভাগ্নে রাসেলকে বাড্ডার সাঁতারকুল, রুবেল ও শাখাওয়াত হোসেন শরিফকে বাড্ডা থেকে গ্রেফতার করা হয়। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি শরিফের। এটি শরিফের মধ্যবাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, সরকারকে চাপে ফেলতে কথিত বড় ভাইয়ের নির্দেশে হত্যা করেন গ্রেফতারকৃত চাকতি রাসেল, ভাগ্নে রাসেল ও রুবেল।

কথিত বড় ভাই সম্পর্কে তিনি বলেন, ওই বড় ভাই একটি রাজনৈতিক দলের নেতা। বড় ভাই তাদের হত্যার জন্য ভাড়াটে খুনি হিসেবে ব্যবহার করেন। তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যা করতে পারলে সরকার চাপে পড়বে।

আসাদুজ্জামান মিয়া বলেন, চাকতি রাসেল ও ভাগ্নে রাসেল ইয়াবাসহ বিভিন্ন নেশায় আসক্ত ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি। রুবেল ঠাণ্ডা মাথার খুনি। শাখাওয়াত হোসেন ইয়াবা ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী।

হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, অপারেশন আছে বলে ভাগ্নে রাসেল মোটরসাইকেলটি দিতে শরিফকে অনুরোধ জানান। ভাগ্নে রাসেলের সঙ্গে শরিফের সুসম্পর্ক থাকার কারণে আগেও শরিফ তাকে মোটরসাইকেল দিয়েছেন। সকালে মোটরসাইকেল দিলে বিকেলে ফেরত দিয়ে দিতেন।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমআই/এএসআর

** তাবেলা সিজারের ‘খুনিরা’ আদালতে
** ‘কথিত বড় ভাইয়ের নির্দেশে তাবেলা হত্যাকাণ্ড’
** তাবেলা সিজার হত্যায় সন্দেহভাজন ৩ খুনিসহ আটক ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।