ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় আন্তঃ উপজেলা আভ্যন্তরীণ ও গ্রামীণ ক্রীড়া উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
কুমিল্লায় আন্তঃ উপজেলা আভ্যন্তরীণ ও গ্রামীণ ক্রীড়া উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লায় আন্তঃ উপজেলা আভ্যন্তরীণ ও গ্রামীণ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা জেলা জিমনেসিয়ামে এ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।



জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া উৎসবে জেলার ১৬টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ৪টি ইভেন্টে অংশ নেয়। ইভেন্টগুলো হল ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, লুডু ও বৌ-চি।

ক্রীড়া উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক পত্নী ড. শেখ মুসলিমা মুন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী ভূমি অফিসার রূপালী মণ্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার এনডিসি রাকিব হাসান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।