ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ধারলো অস্ত্রের আঘাতে প্রতিবেশী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
দামুড়হুদায় ধারলো অস্ত্রের আঘাতে প্রতিবেশী নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতিবেশীর ঘরের পাশে গরু বাঁধাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে অপর এক প্রতিবেশী নিহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার জয়রামপুর রেলস্টেশন পাড়ায় এ ঘটনা ঘটে।



এলাকাবাসী জানায়, স্থানীয় বাসিন্দা ফজলে মালিতা সকাল ৮টার দিকে তারই প্রতিবেশী ফরজন আলী জোয়ার্দ্দারের ঘরের পাশে গরু বাঁধে। এ সময় ফরজান আলী গরু ঘরের কাছ থেকে সরিয়ে নিতে বললে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফজলে মালিতা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে ফরজন আলী জোয়ার্দ্দারকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থলেই ফরজান আলী মারা যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফকির আজিজুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

নিহত ফরজান আলীর ছেলে ওয়াসিম তার বাবা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
টিআই  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।