ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রকৌশলী শাহজাহান মাহমুদ।
সোমবার (২৬) চেয়ারম্যান পদে তিনি যোগদান করেন বলে জানিয়েছেন বিটিআরসি’র সচিব মো. সরওয়ার আলম।
যোগদানের পর শাহজাহান মাহমুদ বিটিআরসি’র কমিশনার এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে টেলিযোগাযোগ খাতকে কাজে লাগানোর আহ্বান জানান নতুন চেয়ারম্যান। পাশাপাশি ভাল কাজের জন্য প্রতিবছর ‘পারফরমেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ারও ঘোষণা দেন তিনি।
এছাড়া অফিস আধুনিকায়ন ও অটোমেশনসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান বিটিআরসি চেয়ারম্যান।
গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শাহজাহান মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম ও সম্পর্ক ত্যাগের শর্তে ২০১৮ সালের ১১ মে পর্যন্ত বিটিআরসি’র কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে তাকে বিটিআরসি’র চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমআইএইচ/আরআই