গাইবান্ধা: পেট্রোল বোমা ছুড়ে বাস পোড়ানো মামলার আসামি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করে আত্মসমর্পণ করেন তিনি।
টুলুর আইনজীবী সিরাজুল ইসলাম বাবু বাংলানিউজকে জানান, সকালে মাহাবুবুর রহমান টুলু আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্টপক্ষে মামলা পরিচালনাকারী কৌসুলী পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, ওই মামলার দাখিলকৃত চার্জশিটে মাহাবুবুর রহমান টুলু ৪৮ নম্বর আসামি। তার জামিন আবেদনে বিরোধীতা করা হলে বিচারক জামিন নামঞ্জুর করেন।
১৪ জানুয়ারি রাত ১২টার দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী ফাতেমা পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের তুলশীঘাট (গুচ্ছগ্রাম) এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় পুড়ে যায়। এ সময় যাত্রীরা দ্রুত নেমে প্রাণে রক্ষা পান।
এ ঘটনায় বাসটির মালিক লোকমান হোসেন বাদী হয়ে এজাহার নামীয় ২৮ জন ও আরও ১৫-২০ জনকে আসামি করে ১৫ জানুয়ারি সদর থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএ