ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ি ফিরলো সেই সৌরভ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বাড়ি ফিরলো সেই সৌরভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ শিশু সৌরভ অবশেষে বাড়ি ফিরে গেছে।

দীর্ঘ ২৫ দিন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরে যায় সৌরভ।



এরআগে দুপুর সোয়া ১২টায় রমেক হাসপাতালের  পরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ তার কার্যালয়ে এ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সৌরভকে ছাড়পত্র দেওয়ার কথা জানান তিনি। এ সময় রমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. আ স ম বরকতুল্লাহ জানান, সৌরভ এখন সম্পূর্ণ সুস্থ। রমেক কর্তৃপক্ষ তাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। তবে বাড়িতে ফিরে গেলেও ৭ দিন পর পর রমেক হাসপাতালে এলে তাকে চিকিৎসাসহ সব সেবা ও সুবিধা দেওয়া হবে।
 
রমেকের ‍অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন জানান, সৌরভ আগামী ২/৩ সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সে আগের মতো খেলাধুলা ও স্বাভাবিকভাবে হাঁটা-চলা করতে পারবে।

সংবাদ সম্মেলন শেষে কড়া পুলিশি পাহারায় সৌরভকে তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের উদ্দেশে পাঠানো হয়।

তবে সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সৌরভের বাবা-মা। আবারো এমপির লোকজন সৌরভকে তুলে নিয়ে হত্যা করতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তার দাবি করেছেন তারা।

গত ২  অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে  দুই পায়ে গুলিবিদ্ধ হয় শিশু সৌরভ। এ ঘটনায় কারাগারে রয়েছেন এমপি লিটন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।