বরিশাল: বরিশাল নগরীর হাটখোলা সংলগ্ন নিউ সদরঘাট রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানিয়েছে, নিউ সদরঘাট রোড এলাকার পুরাতন হকার্স মার্কেট সংলগ্ন একটি আধাপাকা বসতঘরের দ্বিতীয় তলার বাসিন্দা মর্জিনা বেগমের বাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, রান্না ঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কমপক্ষে ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
তবে ক্ষতিগ্রস্তের স্বজন জুয়েল খান জানিয়েছেন, ঘরের পাশে থাকা বৈদ্যুতিক তারে শর্টসার্কিটের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম