সিরাজগঞ্জ: বাংলা সাহিত্যের অন্যতম লেখক নজিবর রহমানের নামে সিরাজগঞ্জে সাহিত্যরত্ন একাডেমি’র আত্মপ্রকাশ ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের এস এস রোড এলাকায় একাডেমির অস্থায়ী কার্যালয় চালু করা হয়।
স্থানীয় সংস্কৃতি ব্যক্তিত্ব ও লালন অনুরাগী এ এইচ এম মহিবুল্লাহ মহিবকে সভাপতি ও এম দুলাল উদ্দিন আহমেদকে একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
সাহিত্যরত্ন একাডেমি পরিচালনা জন্য ১৫ সদস্যের একটি কার্য নির্বাহী কমিটি গঠনও করা হয়।
এ সময় স্থানীয় কবি, সাহিত্যিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
টিআই