ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হারুন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ময়মনসিংহে হারুন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন এলাকার চাঞ্চল্যকর হারুন অর রশিদ হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।



যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুল কদ্দুস (৫০), শফিকুল ইসলাম (৩০), লালু মিয়া, আবুল কালাম (৩৮), আবু সাঈদ (৩১), আব্দুল জব্বার (৩০) ও আবু তাহের (৪০)।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ আদেশ দেন। ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী মিয়া বিষয়টি বাংলানিউজকে জানান।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১১ নভেম্বর কথা কাটাকাটির জের ধরে স্থানীয় কাতলাসেন বাজার এলাকায় আসামিরা হারুন অর রশিদকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। ওইদিন রাত সাড়ে ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন।

পরদিন নিহত হারুনের ভাই মামুনুর রশিদ সোহাগ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।