ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই বছর বয়সী হাসান ও হোসেন নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরপাড়া গ্রামের পান্নু শেখের দুই শিশু পুত্র হাসান ও হোসেন দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এ সময় সবার অজান্তে বাড়ির ভেতরে থাকা ছোট একটি গর্তে পড়ে যায় তারা।

পরে বশির উদ্দীন নামে এক প্রতিবেশি যমজ ওই দুই শিশুকে পানির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের সদস্যদের অসর্তকার কারণেই হাসান ও হোসেনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।