ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বগুড়ায় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন মিটার পাঠক ও বিল বিতরণ (পিচরেট) কর্মচারী ঐক্য পরিষদ উত্তরাঞ্চল শাখা।
 
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।


 
এসময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ উত্তরাঞ্চল শাখার সভাপতি আবুল হোসেন, সংগঠনের নেতা রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইমলাম, মশিউর রহমান, আব্দুল ওয়াদুদ, চন্দন কুমার, আইনুল ইসলাম, আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।
 
মানববন্ধন কর্মসূচিতে উত্তরাঞ্চলের ১৬ জেলার বিভিন্ন বিদ্যুৎ অফিসে কর্মরত মিটার রিডিং ও বিল বিতরণ কাজের সঙ্গে সম্পৃক্তরা অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।