ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
গফরগাঁওয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। জমি ও পারিবারিক বিরোধের জের ধরে সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের চর কামারিয়া ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



পুলিশ নিহত বড় ভাই সেলিমের মরদেহ উদ্ধার করেছে। সেলিম স্থানীয় দরগাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সকালে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় ইট দিয়ে বড় ভাই সেলিমের চোয়ালসহ বিভিন্ন স্থানে আঘাত করে ছোট ভাই আব্দুস সবুর । পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যায় সেলিম।

অবশ্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আব্দুস সবুর ধাক্কা দিয়ে বড় ভাই সেলিমকে সিঁড়িতে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ছোট ভাই সবুর। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।