ঝালকাঠি: অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ও অবিসংবাদিত নেতা শের-ই বাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার গ্রামে তার ১৪২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ মহান নেতার জন্মদিন উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) সকালে সাতুরিয়ায় শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার মেয়র মো. আফজাল হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রাজাপুরের উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও ) এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, এস এম আহসান কবির, কাজী খলিলুর রহমান, আক্কাস সিকদার, আমিনুর রশিদ মিল্টন, কে এম আব্দুল করিম, রিয়াজুল ইসলাম বাচ্চু, আবুল বাশার মিঞা, নিরব মল্লিক, অধ্যক্ষ আ. রাজ্জাক সিকদার প্রমুখ।
এছাড়া যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।
অনুষ্ঠানে ঝালকাঠি মিডিয়া ক্লাবের সহ সভাপতি সাংবাদিক রহিম রেজাসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর