ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
দুর্গাপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় মামলা

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অরুণ কুমার সাহা ও তার স্ত্রী হেনা রাণী সাহা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন নিহতদের ছেলে সুজিত সাহা।



দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

হত্যার রহস্য উদঘাটনে এদের মধ্যে তিনজনকে নেত্রকোনা জেলা গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটকদের মধ্যে কাউকে মামলায় গ্রেফতার দেখানো হয়নি।

এদিকে হত্যার পর থেকে উত্তাল হয়ে রয়েছে উপজেলা শহর। খুনিদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে উপজেলাবাসী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলসহ ব্যবসায়ীমহল বিক্ষোভ, মানববন্ধন, হরতাল, ধর্মঘটের মতো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

দুর্গাপুর উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা বাংলানিউজকে বলেন, প্রকৃত ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অন্দোলন অব্যাহত থাকবে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলা পৌর শহরের মধ্যবাজার এলাকার নিজ বাসভবনের তৃতীয় তলা থেকে অরুণ কুমার সাহা ও হেনা রাণী সাহা দম্পতির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার দিনই নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।