নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পশ্চিমবাজার এলাকার ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় ভজন চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মস্তক বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ভজন উপজেলার খারনৈ ইউনিয়নের বাগারপার গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (২১ অক্টোবর) রাতে দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ হন ভজন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে বৃহস্পতিবার তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে, সোমবার সকালে পশ্চিমবাজার এলাকার একটি ডোবায় তার মাথা ও বস্তায় ভরা দেহ দেখে থানায় খবর দেন স্থানী লোকজন। পরে পুলিশ মাথা ও দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পশ্চিমবাজার এলাকার ফজর আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআই