সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার ফুড ভিলেজ প্লাস হাইওয়ে রেস্টুরেন্টে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পাবনা সদর উপজেলার শালগাড়ীয়া গ্রামের উজির ড্রাইভারের ছেলে মতিউর রহমান ওরফে ডাবলু (৩৫) ও একই গ্রামের আবুল হাসানের ছেলে সাজ্জাদ হোসেন খোকন (৩২)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. হাসিবুল আলম বাংলানিউজকে জানান, আটকরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ ও পাবনাসহ আশপাশের জেলায় ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করতেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর