ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাল্য বিয়ের বিরুদ্ধে এখনও লড়াই করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বাল্য বিয়ের বিরুদ্ধে এখনও লড়াই করতে হবে ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাল্য বিয়ের বিরুদ্ধে আমাদের এখনও লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, বাল্য বিয়ে সমাজের অভিশাপ, এটি দারিদ্র্য, কুসংস্কার ও ধর্মান্ধতার কারণে হয়ে থাকে।

এর বিরুদ্ধে লড়াই করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শাহানা কার্টুনের প্রিমিয়ার শো উদ্বোধনকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ইনু বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে আমরা যদি এক সঙ্গে লড়াই করতে পারি তবে একে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য নানা সমস্যা সৃষ্টি হয়। মেয়ের শিক্ষা-স্বাস্থ্যসহ নানা বিষয়ে অসুবিধা দেখা দেয়। এটিও বাল্য বিয়ে রোধ করার জন্য বড় একটি কারণ বলেও মত দেন তিনি।

বাল্য বিয়ের কুফল তুলে ধরে মন্ত্রী বলেন, এটি নারীর অধিকার ক্ষুণ্ন করে ও ক্ষতিসাধন করে। এতে নারী ক্ষতিগ্রস্ত হয়। আমাদের গ্রামে বাল্য বিয়ের রূপ ভয়াবহ। আমি আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া-ভেড়ামারায় ৬৭টি বাল্য বিয়ে বন্ধ করেছি।
 
‘বাল্য বিয়ে সমাজের বোঝা। সবাই এক হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছরের আগে কোনো বিয়ে নয়। সমাজে ছেলে ও মেয়েদের কোনো পার্থক্য নেই’।

পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ছেলেদের মনে রাখতে হবে- বেকার অবস্থায় বিয়ে করা যাবে না। বাবা মায়ের টাকা দিয়ে ছেলেদের বিয়ে করা উচিত নয়। নিজের পায়ে দাঁড়িয়ে ২১ বছর বয়সে ছেলেদের বিয়ে করা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন, জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি আর্জেন্টিনা মেটাভেল, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান এম ফচ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫, আপডেট ১৮৩৮
এমআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।