ঢাকা: রেড অ্যালার্ট নয়, শাহজালাল বিমানবন্দরে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা থাকায় তা ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে। তবে বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়নি।
কেন ঢেলে সাজানো হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ঢিলেঢালা ভাব চলছিলো। কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঢিলেঢালা ভাব চলে না। তাই বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
তাবেলা সিজারের হত্যা রহস্য উদঘাটন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা শিগগিরই জেনে যাবেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েক জনকে আটক করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, পৃথিবীর অনেক দেশেই এমন হত্যাকাণ্ড হয়।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএমএ/বিএস