ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
পাকুন্দিয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ হাসিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।



তিনি বাংলানিউজকে জানান, উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে খাবারে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ঢাকা বেকারিকে ২০ হাজার টাকা ও হোটেল অবকাশকে ২ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পরে মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএসটিআই পরিদর্শক পূজন কর্মকার ও পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।