ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাষ্ট্র এবং সংসদকে অকার্যকর করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে বলে মত দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
তিনি প্রশ্ন তুলে বলেন, টিআইবি যে সব মন্তব্য জাতীয় সংসদ নিয়ে করেছে তাদের এ ধরনের মন্তব্যের অধিকার কে দিয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দশম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশন সম্পর্কিত পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদনে বিভিন্ন মন্তব্য তুলে ধরা হয়।
এর প্রতিক্রিয়ায় সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, তাদের (টিআইবি) অর্থের উৎস কোথায় এটি জানতে চায় জনগণ। আমাদের জানার অধিকার রয়েছে। তারা তাদের সীমা লঙ্ঘন করেছে।
তিনি বলেন, টিআইবি রাষ্ট্র এবং সংসদকে অকার্যকর করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে। তারা একটি চক্রের পেইড সংগঠন।
তাদের প্রতিবেদনকে অসত্য ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে সরকারি দলের চিফ হুইপ আসম ফিরোজ বলেন, এই প্রতিবেদনের সঙ্গে আন্তর্জাতিক মহলের স্বার্থ যুক্ত। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন তৎপরতা সম্প্রতি চলছে। এরই অংশ এসব।
তিনি উদাহরণ দিয়ে বলেন, কিছুদিন আগে দুইজন বিদেশি নাগরিককে হত্যা করা হলো। দুই দিন আগে তাজিয়া মিছিলে হামলা হলো আর এখন টিআইবির এই অসত্য, বিভ্রান্তিমূলক প্রতিবেদন। রাষ্ট্র ও সংসদকে অকার্যকর হিসেবে দেখানোর জন্য তারা এই প্রতিবেদন করেছে এবং কোনো আন্তর্জাতিক মহলের স্বার্থসিদ্ধির জন্য এটি করা হয়েছে।
অসংসদীয় আচরণ ও ভাষা ব্যবহার বন্ধে স্পিকারের ভূমিকা নিয়ে টিআইবির মন্তব্যকে আদৌ সত্য ও সঠিক নয় বলে উল্লেখ করে তিনি জানান, বরং সংসদে কোনো অসংসদীয় ভাষা ব্যবহার হলে স্পিকার সঙ্গে সঙ্গে রুলস অব প্রসিডিউর অনুযায়ী সেগুলো এক্সপাঞ্জ করে দেন। এক্ষেত্রে স্পিকারের শক্তিশালী ভূমিকার অনুপস্থিতি তারা কোথায় দেখলেন তা আমাদের বোধগম্য নয়।
সার্বিকভাবে টিআইবিকে হুঁশিয়ার করে ফিরোজ বলেন, বাংলাদেশের সংবিধানের সাত অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জাতীয় সংসদে সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেন। এই সংসদকে অবমাননা করা জনগণকে অবমাননা করার শামিল।
তিনি বলেন, নির্বাচিত জাতীয় সংসদকে হেয় করে কোনো মন্তব্য সংবিধান লঙ্ঘনের শামিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হুইপ আতিকুর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহবুব আরা গিনি ও সংসদ সদস্য (এমপি) ইমরান আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫, আপডেট ২০২৩
এসএম/আইএ
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএম/আইএ
** এমপিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললো টিআইবি