রাজশাহী: রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর থেকে নিরাপত্তা বাড়ানো হয়।
সোমবার প্লেন নামার আগে থেকে শুরু হয়ে ফের ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা ছিলো। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বাড়তি নিরাপত্তা বহাল থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বাড়তি নিরাপত্তার এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, সিভিল অ্যাভিয়শেনর পাশাপাশি এখন থেকে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও কাজ করবে।
রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী বাংলানিউজকে জানান, বিমানবন্দরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই বাড়তি নিরাপত্তা।
রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে এখন শুধু ঢাকা রুটে প্লেন চলাচল করে। ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএস/এএ