ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের ডিডি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের ডিডি কারাগারে

রাজশাহী: রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক (ডিডি) ডা. মামুন-অর-রশিদকে (৪৭) নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তাকে তাকে কারাগারে পাঠানো হয়।



মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিগত সময়ে হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় দায়ের করা পুরনো একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার মামুন অর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মহানগরীর শাহ মখদুম থানাধীন বায়া বাজার থেকে রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. মামুন অর রশিদকে আটক করা হয়।

বাংলাদেশ  সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।