ঢাকা: রেলপথ মন্ত্রণালয়ের নিজ অর্থায়নে ঢাকায় বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি। একই সঙ্গে চট্টগ্রামে সিটি কলেজ সংলগ্ন রেলওয়ের জায়গাতেও বহুমুখী উদ্দেশে বহুতল আইকন বাণিজ্যিক ভবন নির্মাণের সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশগুলো তুলে ধরা হয়। কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন সদস্য রেলমন্ত্রী মো. মুজিবুল হক, মো. মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ফাতেমা জোহরা রানী প্রমুখ।
এখন থেকে রেলের যন্ত্রপাতি ক্রয়ে উন্মুক্ত (ওপেন টেন্ডার) প্রক্রিয়ায় যাওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে মন্ত্রণালয়কে। টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এটি জরুরি বলেও দাবি করেছে সংসদীয় কমিটি।
কমিটি খুলনা, দর্শনা রেলস্টেশন এবং খুলনা থেকে মংলাবন্দর পর্যন্ত প্রস্তাবিত রেলওয়ে ট্র্যাক পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বৈঠকে জানানো হয়, উন্নত দেশের মতো বাংলাদেশ রেলওয়েতে ক্লিনিক ব্যবস্থা আধুনিক করার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে রেলওয়ের ট্রেনে টয়লেট ওয়েস্ট ম্যানেজমেন্ট উন্নত করার বিষয়ে বাংলাদেশ রেলওয়েতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিভিন্ন দেশের বিরাজমান আধুনিক পদ্ধতির আদলে বাংলাদেশের ট্রেনসমূহে উপযুক্ত পদ্ধতি সংযোজনের সুপারিশ করবে।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএম/আইএ