ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশিদের হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে ন‍া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বিদেশিদের হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে ন‍া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ঠাকুরগাঁও: বিদেশিদের হত্যা করে ক্ষমতায় যাওয়ার সাধ পূরণ হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, দেশের মানুষ পুড়িয়ে, বিদেশিদের হত্যা আর ষড়যন্ত্রে করে যারা ক্ষমতায় যেতে চায়, তাদের ক্ষমতার যাওয়ার সাধ বাংলাদেশে পূরণ হবে না।

খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের কঠোর সমালোচনা করে মোজাম্মেল হক বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আনা টাকা, মা-ছেলে লুটপাট করেছে, এখন বাঁচার কোনো উপায় নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ।

এর আগে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মন্ত্রী পর্যায়ক্রমে পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।