ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় আইনমন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী পালিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আখাউড়ায় আইনমন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী পালিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হকের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
 
এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মিলাদ মাহফিল, দোয়া, কাঙালিভোজ ও স্মরণসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।


 
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মরহুম সিরাজুল হকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য  ও আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া প্রমুখ।
 
অ্যাডভোকেট সিরাজুল হক বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।