ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হিজবুত তাহরীর প্রচারপত্র দিতে গিয়ে যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
হিজবুত তাহরীর প্রচারপত্র দিতে গিয়ে যুবক আটক

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের প্রচারপত্র সুপ্রিম কোর্টের বিচারপতিদের কক্ষে পৌঁছে দেওয়া হয়েছে, এ অভিযোগে একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে কোর্ট প্রশাসন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, এদিন দুপুরে একটি ছেলে কোর্টে এসে বিচারপতি জেবিএম হাসানের কক্ষের দরজার নিচ দিয়ে প্রচারপত্র ঢোকানোর চেষ্টা করছিল।

তখন তাকে আটক করা হয়। এতে তিনি জানান- সুন্দরবন কুরিয়ারের কর্মী তিনি। তাকে থানায় দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

বর্তমানে অবকাশকালীন ছুটি চলছে কোর্টে। তাই কয়জন বিচারপতির কাছে এটি পৌঁছে দেওয়া হয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।