ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আইনি সেবা নিশ্চিতে নিরপেক্ষতা রাখতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আইনি সেবা নিশ্চিতে নিরপেক্ষতা রাখতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: প্রান্তিক মানুষের আইনি সেবার ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সর্বস্তরের কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। বর্তমানে প্রশাসনের কতিপয় কর্মকর্তা রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ায় এসব মানুষ সঠিক আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

যা অনেকাংশে মানবাধিকারও লঙ্ঘিত করছে।

প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবার ক্ষেত্র এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর একটি চাইনিজ রেস্তরাঁর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আইনের প্রবেশাধিকার নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় বিচার ব্যবস্থার কার্যকরী ব্যবহার ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আইনি সেবা প্রকল্পের বিষয়ে গণসচেতনতা, আদিবাসীদেরকে নিজ উদ্যোগে সামনের দিকে এগিয়ে আসাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী জজ ও রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ, দৈনিক সোনার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক সানশাইন এর সম্পাদক তসিকুল ইসলাম বকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রভাষক ড. আবদুল আলিম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে রাজশাহী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল আলম ফটিক, মেট্রাপলিটন প্রেসক্লাব সভাপতি মোমিনুল ইসলাম বাবু, বাসস এর সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক, বাংলানিউজ এর স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন, এফএনএস এর রাজশাহী বিভাগীয় প্রধান এস.এইচ.এম তরিকুল ইসলাম, ব্রতীর আইনি সেবা প্রকল্প সমন্বয়কারী শশাঙ্ক বরণ রায় উপস্থিত বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।