ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মহসীন আলীর আসনে উপ-নির্বাচন ৮ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
মহসীন আলীর আসনে উপ-নির্বাচন ৮ ডিসেম্বর

ঢাকা: মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব‌উদ্দীন আহমদ।     

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

  এর আগে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ নভেম্বর। প্রার্থিতা যাচাই-বাছাই ১৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর।

গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। এরপর ১৭ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। সে অনুযায়ী এ নির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন (ইসি)।

রকিবউদ্দীন আহমদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো মিছিল বা শোডাউন করা যাবে না। এছাড়া রিটার্নিং কর্মকর্তার মনোয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন।

ভোটের দিন কেন্দ্র রিটার্নিং কর্মকর্তা বা ভোটগ্রহণ কর্মকর্তা ছাড়া অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলেও জানান সিইসি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫/আপডেট ১৪৪৫ ঘণ্টা
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।