ঢাকা: ‘জেগেছে যুব, জেগেছে দেশ-লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১ নভেম্বর পালিত হবে জাতীয় যুব দিবস-২০১৫।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, দেশে প্রায় ৫ কোটি যুবক আছেন। অনেকেরই কর্মসংস্থান হয়নি। তাদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন জাতীয় অর্থনৈতিক মুক্তির সনদ রূপকল্প-২০২১। রূপকল্পের মাধ্যমে বেকারত্বের ৪০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার অঙ্গীকার করা হয়েছে।
এই বেকার যুবকদের কর্মসংস্থানে ১৭৫টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বেকারদের প্রশিক্ষণের পাশাপাশি চাহিদা অনুযায়ী ঋণ দেওয়া হবে। বিশেষ করে বিদেশের শ্রমবাজারের দিকে লক্ষ্য রেখে যুগোপযোগী হাউজ কিপার, ফুড অ্যান্ড বেভারেজ ও মাংস প্রক্রিয়াজাত প্রশিক্ষণ শুরু হয়েছে। এছাড়া নারী গৃহকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, দেশের ৫৭টি জেলার ৪শ ৪২টি উপজেলায় নয় লাখ ৭২ হাজার ৪শ জনকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। যার মধ্যে ২শ ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ১১ জেলায় আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে নয়টির কাজ সমাপ্তির পথে।
প্রশিক্ষণপ্রাপ্ত ৮ লাখ সাড়ে ৩৪ হাজার জনের মধ্যে এক হাজার ৩শ ৫০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। তার মধ্যে গড় আদায় ৯৪ শতাংশ।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সচিব নূর মোহাম্মদ, যুগ্ম সচিব মনজুরুল কাদের, জাকির হোসেন ও মাশুক মিয়া। যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক আনয়ারুল করিম (পরিচালক প্রশাসন) শফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএস/আরএইচএস/এএ