ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: ঢাকা বিভাগে থাকতে শরীয়তপুরের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন পালন করেছে শরীয়তপুরবাসী।



‘জাগো শরীয়তপুর’ এর ব্যানারে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ধানুকা সরকারি কলেজ থেকে পালং উত্তর বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক জুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘জাগো শরীয়তপুর’ এর ব্যানারে শরীয়তপুরের স্কুল, কলেজের ছাত্র-শিক্ষক, রাজনীতিবীদ, সরকারি পেশাজীবী, আইনজীবী, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন বাজার কমিটিসহ বিভিন্ন সংস্থার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

‘জাগো জাগো শরীয়তপুর, যাবো না আমরা ফরিদপুর/ ঢাকায় আছি, ঢাকায় থাকবো/ ঢাকা নয় বহুদূর কেন যাবো ফরিদপুর/ ফদিরপুর বিভাগ হতে শরীয়তপুরের নাম প্রত্যাহার কর/ আমাদের প্রাণের দাবি মেনে নাও, নিতে হবে/ জেগেছে শরীয়তপুর, যাবে না তারা ফদিরপুর, সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে শত শত মানুষ অংশ নেয়।  

‘জাগো শরীয়তপুর’ এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার তার বক্তব্যে বলেন, ‘প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে আজ শরীয়তপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। শরীয়তপুরের মানুষ ফরিদপুর বিভাগে যেতে চায় না। তাই আজ শরীয়তপুরের মানুষ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যদি আমাদের ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর বিভাগে অন্তভূক্ত করা হয় তাহলে সুদীর্ঘকালব্যাপী ঢাকা কেন্দ্রীক গড়ে ওঠা আমাদের যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি বিপর্যন্ত হবে। আমাদের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড অক্ষুন্ন রাখতে আমরা ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চাই। আমরা ফরিদপুর বিভাগকে স্বাগত জানাই, কিন্তু আমরা শরীয়তপুরবাসী ঢাকা বিভাগে ছিলাম এবং ঢাকা বিভাগেই থাকতে চাই।

এ সময় বীর মুক্তিযোদ্ধা একেএম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আসমত আলী খান, জেলা উদিচির সভাপতি এমএম আলমগীর, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু, প্রফেসর সিরাজুল হক, অ্যাড. মুরাদ হোসেন মুন্সী, অ্যাড. আজিজুল রহমান খোকন, আমিনুল জেট, রিয়াজ মোর্শেদ বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।