ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ঝুটমিলে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আশুলিয়ায় ঝুটমিলে অগ্নিকাণ্ড ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় একটি ঝুটমিলের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তুলা ও ঝুট থেকে তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিন। ফায়ার সাভির্সের দু’টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার মোজারমেইল এলাকার সুপ্রিম নামে একটি তুলার ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের তুলার ঝুট ছাড়াও ঝুট থেকে তুলা প্রক্রিয়াকরণের একটি বড় মেশিন পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের  সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।