ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সৃজনশীল পরীক্ষা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
সৃজনশীল পরীক্ষা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সৃজনশীল পরীক্ষা বাতিলের দাবি ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মহানগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে শিক্ষার্থীরা সাতটি বিষয়ে সৃজনশীল পরীক্ষা বাতিল করে পূর্বের পরীক্ষা পদ্ধতি বহাল ও প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলো তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে রাজশাহী কলেজিয়েট সরকারি স্কুল, ল্যাবরেটারি সরকারি স্কুল, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজসহ মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।