সাতক্ষীরা: সুন্দরবন সংরক্ষণ ও উন্নয়নে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে নৌকা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে উপজেলার নীলডুমুর ফরেস্ট অফিসের সামনে থেকে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে এই র্যালি হয়।
পরে স্থানীয় বুড়িগোয়ালিনী আলাউদ্দীন মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম, এসআই আব্দুল হালিম, সাংবাদিক জাহিদ সুমন, সামসুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ