ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পিচরেট কর্মচারি ঐক্য পরিষদের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বগুড়ায় পিচরেট কর্মচারি ঐক্য পরিষদের অবস্থান ধর্মঘট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন মিটার পাঠক ও বিল বিতরণ (পিচরেট) কর্মচারি ঐক্য পরিষদের উদ্যোগে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের সাতমাথা সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।



এসময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেট কর্মচারি ঐক্য পরিষদ উত্তরাঞ্চল শাখার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল করিম সাগর, সাইফুল ইসলাম, মশিউর রহমান, আব্দুল ওয়াদুদ, শফিকুল আলম, আব্দুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমবিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।