ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মযাজক লুক সরকার হত্যাচেষ্টা

জেএমবি কমান্ডার রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেএমবি কমান্ডার রাকিবুল ৫ দিনের রিমান্ডে লুক সরকার

পাবনা:  পাবনার ঈশ্বরদীতে খ্রিস্টান গীর্জার ধর্মযাজক লুক সরকারকে গলা কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি জেএমবির পাবনার আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলাম ওরফে রাকিব ওরফে তাওহিদ ওরফে রাজন ওরফে রফিকের (২৫) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পাবনা আমলী আদালত-২ এর বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এই রিমান্ড মঞ্জুর করেন।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় এই আদেশ দেয় আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত জেএমবি কমান্ডারকে পাবনা আমলী আদালত-২ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে বুধবার দুপুরে রাকিবুলকে সদর উপজেলার মজিদপুর এলাকার নিজ বাড়ি থেকে পরিবারের সহায়তায় গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল মজিদপুর গ্রামের আব্দুল মালেক ওরফে মানিকের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাকিবুল ওরফে রাজন ধর্মযাজক লুক সরকার হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী।
 
৫ অক্টোবর সকালে ভাড়া বাসায় ঢুকে পাবনার ঈশ্বরদীর ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে তিন যুবক। পরে ওইদিন রাতে এ ঘটনায় লুক সরকার নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ হেড কোয়ার্টার্সের এলআইসি শাখা ও পাবনা জেলা পুলিশ বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। একপর্যায়ে পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকা থেকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে জেএমবি সদস্য রাকিবুল হাসান ওরফে রাব্বি আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।