ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

২ আ’লীগ কর্মী হত্যা মামলায় ৪ বিএনপি কর্মীর ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
২ আ’লীগ কর্মী হত্যা মামলায় ৪ বিএনপি কর্মীর ফাঁসি প্রতীকী

মাদারীপুর: মাদারীপুরে দুই আওয়ামী লীগ কর্মী হত্যা মামলায় বিএনপির চারজন নেতাকর্মীকে ফাঁসি, একজনকে যাবজ্জীবন ও নয়জনকে বিভিন্ন মেয়াদে করাদণ্ডাদেশ দিয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-এক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-এক এর বিচারক সাহেদ নূর উদ্দিন এ রায় দেন।



মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-মাদারীপুরের বিএনপি নেতা মহিউদ্দিন হাওলাদার মনি, তার ছেলে সোহাগ হাওলাদার, হবি সিকদার ও হালিম হাওলাদার।

এছাড়া রাজৈর উপজেলা বিএনপির সভাপতি সামসুল হক হাওলাদারকে যাবজ্জীবন ও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে মাদারীপুর জজ কোর্টের সাবেক পিপি ও বাদী পক্ষের আইনজীবী সুজিত চাটার্জি বাপ্পী জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২০০৩ সালের ১২ মার্চ পবিত্র ঈদুল আজহার নামাজের পর বিএনপি কর্মীদের গুলিতে আওয়ামী লীগের দুই কর্মী মারা যান। এতে গুলিবিদ্ধ হন অন্তত অর্ধশতাধিক। এ ঘটনায় পরে আরো একজনের মৃত্যু হয়। এ ব্যাপারে রাজৈর থানায় জোড়া খুনসহ দু’টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দু’টির একটি মাদারীপুরে নিষ্পত্তি হলেও জোড়া খুনের মামলাটি পরে সিআইডিতে স্থানান্তরিত করা হয়। এরপর মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হয়। সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-এক এর বিচারক এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আবু আব্দুলাহ ভূঁইয়া ও মাদারীপুর জজ কোর্টের সাবেক পিপি সুজিত চাটার্জি বাপ্পী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোশারফ হোসেন কাজল ও শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।