ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বগুড়ায় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘আমার দেশ, আমার গর্ব’- শ্লোগান সামনে রেখে বগুড়ায় দেশসেরা দশ চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে শুরু হলো তিন দিনব্যাপী ‘স্বদেশ চলচ্চিত্র উৎসব -২০১৫’।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বগুড়া ফিল্ম সোসাইটির উদ্যোগে শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করা হয়।


 
আহমেদ সাব্বিরের পরিচালনায় ও জিল্লুর রহমান শামীমের উপস্থাপনায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
এসময় বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, কোনস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুব উল আলম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রাশেদ, ইয়াসাকি লুব্রিকেন্টস’র পরিচালক (মার্কেটিং) গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।